টেলিটক ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার নিয়ম ও কোড ২০২৩

আপনাদের সকলের চাওয়ার শুরু করতে যাচ্ছি টেলিটক ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার নিয়ম ও কোড এই পোস্টটি। আজকের এই পোস্টটি মূলত টেলিটক প্রিপেইড এর সকল ধরনের প্যাকেজ সিম ব্যবহারকারীদের জন্য একটি প্রয়োজনীয় পোস্ট। আপনারা যারা টেলিটক ব্যবহারকারী রয়েছেন তারা অবশ্যই অবগত আছেন যে টেলিটক বাংলাদেশের একমাত্র সরকারি মোবাইল অপারেটর প্রতিষ্ঠান। যার কারণে টেলিটক তাদের গ্রাহকদের যে পরিমাণ সেবা দিতে পারে তা অন্যান্য অপারেটর হয়তো দিতে পারেনা।

ইন্টারনেট এর গতি কম এর কারণে হয়তো টেলিটক এর ব্যবহারকারীর সংখ্যা কিছুটা কম তারপরেও টেলিটক প্রতিনিয়ত তাদের ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন ধরনের প্যাকেজ এর সিম বাজারে নিয়ে আসছে। এই সকল সিম থেকে টেলিটক প্রতিনিয়ত নানান ধরনের অফার নিয়ে আসছে।

এখন আমরা যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি অনেকেই অফারের আওতায় আনতে পারেন তবে আমার চোখে এটি মোবাইল অপারেটর কারীদের মধ্যে একটি সেবা। এটি একটি মহামূল্যবান সেবা যেটির মাধ্যমে ব্যবহারকারীরা অনেক উপকৃত হন। ইমারজেন্সি ব্যালেন্স কথাটি অনেক মূল্যবান একটি কথা। তো চলুন আজকে ইমারজেন্সি ব্যালেন্স এর মতন মূল্যবান একটি বিষয় নিয়ে আলোচনা করা যাক।

আপনি একজন টেলিটক ব্যবহারকারী। হঠাৎ করেই আপনার মোবাইলে ব্যালেন্স শেষ হয়ে গেছে। এমন একটি সময় ব্যালেন্স শেষ হয়ে গেছে যে আপনার কাছে পুনরায় রিচার্জ করার মতন অর্থ নেই অথবা আপনি এমন একটি জায়গাতে আছেন যে আশেপাশে কোন দোকান নেই। আবার এমনও হতে পারে যে আপনি অনেক রাতে খুব বিপদে পড়েছেন সেই সময় আপনার মোবাইলের মেইন ব্যালেন্স শেষ হয়ে গেছে। ঠিক তখন ঐ আমরা একটি ব্যক্তিগত অভিজ্ঞতা পেয়ে থাকি।

অনেক সময় আমাদের আপনজন অসুস্থতায় ভোগে তখন মোবাইলে অন্যদের সঙ্গে যোগাযোগ করাটা অত্যন্ত জরুরী হয়ে যায়। তবে এখন আর চিন্তার কারন নেই।টেলিটক তার গ্রাহকদের জন্য নিয়ে এসেছে টেলিটক ইমারজেন্সি ব্যালেন্স সিস্টেম। টেলিটকের সকল প্রিপেইড ব্যবহারকারীরা এই ইমারজেন্সি ব্যালেন্স ব্যবহার করে তাদের মূল্যবান সময় মূল্যবান কাজটি সম্পাদন করতে পারবে।

টেলিটক ইমারজেন্সি ব্যালেন্স পাওয়ার সকল নিয়ম সমূহ

টেলিটক ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার নিয়ম ও কোড।বর্তমানে সকল মোবাইল অপারেটরের ইমারজেন্সি ব্যালেন্স সিস্টেম রয়েছে। কিন্তু টেলিটকে একটু আলাদা ধরনের ব্যালেন্স সিস্টেম রয়েছে যেটা ব্যবহারকারীরা অতি সহজেই বুঝতে পারবেন। কোন জটিলতা ছাড়াই ব্যবহারকারীরা ইমারজেন্সি ব্যালেন্স অতি সহজেই নিতে পারবেন এবং উপভোগ করতে পারবেন। আমরা সকল ইমারজেন্সি ব্যালেন্স  নেওয়ার পদ্ধতি গুলো আপনাদের সামনে তুলে ধরছি এবং আপনাদের বোঝানোর চেষ্টা করছি।

টেলিটক এর সকল ব্যবহারকারীরা তাদের কম ব্যালান্স বা একেবারে জিরো ব্যালান্স এ নিতে পারবেন। আপনি সরাসরি ইউএসএসডি কোড ডায়াল করে অথবা এসএমএস এর মাধ্যমে টেলিটক ইমারজেন্সি ব্যালেন্স নিতে পারবেন। টেলিটক তাদের গ্রাহকদের সুবিধার জন্য তাদের নির্দিষ্ট পরিমাণ টাকার ইমারজেন্সি ব্যালেন্সের ইউএসএসডি কোড নির্দিষ্ট করে দিয়েছে যেটার মাধ্যমে অতি সহজেই আপনি ইচ্ছেমতো ইমারজেন্সি ব্যালেন্স নিতে পারবেন।

  • প্রথমে যেই পদ্ধতিটি আলোচনা করব সেটি হলো আপনার ইমারজেন্সি ব্যালেন্স এর গণনা করার ক্ষেত্রে যে পদ্ধতিটি ব্যবহার করা হয়। আপনি কি পরিমান ইমারজেন্সি ব্যালেন্স পাবেন সেটি এর মাধ্যমে জানতে পারবেন। এ পদ্ধতি অবলম্বন করতে হলে আপনাকে  *1122#   USSD কোড ডায়াল করতে হবে অথবা “Loan” লিখে SMS করতে হবে 1122 এই নাম্বারে। এটাতে আপনার জন্য কোন সার্ভিস চার্জ প্রযোজ্য হবে না।
  • আপনি যদি ইমারজেন্সি ব্যালেন্স হিসেবে 10 টাকা নিতে চান তাহলে আপনাকে   *1122*10# USSD কোড ডায়াল করতে হবে অথবা “10” লিখে SMS করতে হবে 1122 এই নাম্বারে। এটাতে আপনার জন্য কোন সার্ভিস চার্জ প্রযোজ্য হবে না।
  • আপনি যদি আপনার ইমারজেন্সি ব্যালেন্স এর 12 টাকা নিতে চান তাহলে আপনাকে   *1122*12# USSD কোড ডায়াল করতে হবে অথবা “12” লিখে SMS করতে হবে 1122 এই নাম্বারে। এটাতে আপনার জন্য  সার্ভিস চার্জ বাবদ 1.6 টাকা প্রযোজ্য হবে।
  • ইমারজেন্সি ব্যালেন্স হিসেবে আপনি যদি 20 টাকা চান তাহলে আপনাকে 12 টাকা নিতে চান তাহলে আপনাকে   *1122*20# USSD কোড ডায়াল করতে হবে অথবা “20” লিখে SMS করতে হবে 1122 এই নাম্বারে। এটাতে আপনার জন্য  সার্ভিস চার্জ বাবদ 2.67 টাকা প্রযোজ্য হবে।
  • ইমারজেন্সি ব্যালেন্স হিসাবে আপনি আপনার মোবাইলে 30 টাকা চাইলে আপনাক  *1122*30# USSD কোড ডায়াল করতে হবে অথবা “30” লিখে SMS করতে হবে 1122 এই নাম্বারে। এটাতে আপনার জন্য  সার্ভিস চার্জ বাবদ 4 টাকা প্রযোজ্য হবে।
  • টেলিটক সিমে সর্বোচ্চ 50 টাকা ইমারজেন্সি ব্যালেন্স নিতে আপনাকে   *1122*50# USSD কোড ডায়াল করতে হবে অথবা “50” লিখে SMS করতে হবে 1122 এই নাম্বারে। এটাতে আপনার জন্য  সার্ভিস চার্জ বাবদ 6.66 টাকা প্রযোজ্য হবে।
  • আপনি যদি ইমারজেন্সি ব্যালেন্সের সর্বশেষ ব্যালেন্স দেখতে চান তাহলে আপনাকে  *1122*0# USSD কোড ডায়াল করতে হবে অথবা “Loan info” লিখে SMS করতে হবে 1122 এই নাম্বারে। এটাতে আপনার জন্য  সার্ভিস চার্জ বাবদ কোন টাকা প্রযোজ্য হবে না।

আপনার যদি টেলিটক সিমটিতে ইমারজেন্সি ব্যালেন্স এর প্রয়োজন হয় তাহলে ওপর উল্লেখিত বিষয়গুলো অবশ্যই খুব ভালোভাবে পড়বেন। আমি আগেই বলেছি যে টেলিটক ইমারজেন্সি ব্যালেন্স এর ক্ষেত্রে সবথেকে সহজ পদ্ধতি অবলম্বন করেছে। সবার সব সময় একই ধরনের ইমারজেন্সি ব্যালেন্স প্রয়োজন নাও হতে পারে। তাই সব দিক চিন্তা করে টেলিটকের নিয়ে এসেছে তাদের গ্রাহকদের জন্য ইমারজেন্সি ব্যালেন্সের আলাদা আলাদা সব এক্টিভেশন কোড।

এই এক্টিভেশন কোড ব্যবহার করে একজন টেলিটক গ্রাহক ইচ্ছেমতো নির্দিষ্ট পরিমাণ ইমারজেন্সি ব্যালেন্স নিতে পারে। এটি মূলত গ্রাহকদের সেবা দেয়ার উদ্দেশ্যেই চালু করা হয়েছে। তাই গ্রাহকরা এই ইমারজেন্সি ব্যালেন্স নিয়ে যদি আবার ভোগান্তিতে পড়ে তাহলে সেটা ব্যতিক্রম হয়ে যেতে পারে। তাই আমার কাছে টেলিটক ইমারজেন্সি ব্যালেন্স এর সিস্টেম টা অনেক সহজ, কিন্তু অনেকেই এই পদ্ধতিটিকে অনেক লম্বা একটি পদ্ধতি বলে থাকেন। লম্বা পদ্ধতির কারণে অনেকেই পুরো পদ্ধতিটি জানতে আগ্রহী হন না বা জানতে পারেন না যার কারণে প্রয়োজনের সময় ইমারজেন্সি ব্যালেন্স নিতে পারেন না। তাই আমাদের পুরো সিস্টেমটাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভাল করে পড়ে নেওয়া উচিত এবং সে অনুযায়ী কাজ করা উচিত।

উপরে উল্লেখিত সকল ইমারজেন্সি ব্যালেন্স এক্টিভেশন কোড বা চেক কোড গুলো সকল প্যাকেজের সিম ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য। টেলিটকের সকল প্রিপেইড সিম যেমন: ইয়ুথ থ্রিজি, স্বাগতম, আগামী, বর্ণমালা,অপরাজিতা, মায়ের হাসি, শতবর্ষ প্যাকেজ এই সকল সিম গুলোতেই একটিভ করা যাবে। তো যারা টেলিটকের গ্রাহক সেবার ভেতরে আছেন তারা আমাদের তথ্যগুলো ব্যবহার করতে পারেন। আমরা সরাসরি টেলিটকের অফিশিয়াল ওয়েবসাইট হতে যাবতীয় তথ্য সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরব।

আমরা চেষ্টা করি শতভাগ সঠিক তথ্য আপনাদের সামনে তুলে ধরা যাতে করে আপনারা আমাদের তথ্যগুলোর সঠিক ব্যবহার করতে পারেন এবং আমাদের উপর সন্তুষ্ট হন। আমরা আমাদের পাঠকদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ তারা প্রতিনিয়ত আমাদের সঙ্গে থেকে আমাদের পোস্টগুলো পড়ে উপকৃত হন এবং তাদের বিভিন্ন সমস্যার জন্য কমেন্ট এর মাধ্যমে আমাদের জানান।

আজকে আমরা উপস্থিত হয়েছিলাম টেলিটকের ইমারজেন্সি ব্যালেন্স একটিভ করার কোড বা টেলিটক ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার নিয়ম ও কোড এই পোস্টটি নিয়ে। এই পোস্টটিতে যে বিষয়গুলো থাকার প্রয়োজন আমরা চেষ্টা করেছি সকল বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার। আশা করতেছি যে আমরা আমাদের তথ্য বহুল পোস্টটি আপনাদের দিয়ে আপনাদের একটু হলেও উপকৃত করতে পেরেছি।

আপনারা আমাদের পোস্টটি হতে যদি কোনো ধরনের উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই বিভিন্ন মাধ্যমে শেয়ার করুন। টেলিটক ও অন্যান্য সিম সম্পর্কে যাবতীয় তথ্য আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। কোন কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের সঙ্গে যোগাযোগ করে সমস্যার সমাধান করুন। আমরা চেষ্টা করব আপনাদের শতভাগ সঠিক তথ্যটি দিতে। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

Updated: November 1, 2023 — 7:50 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *